প্রিয় জুয়াডা বন্ধুরা,

আলহামদুলিল্লাহ! আগামি ০৫ মার্চ ২০২১ শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্ট আমাদের জুয়াডা’র “REUNION & FAMILY GET TOGETHER 2021” উপলক্ষে গতকাল ১৫.০২.২০২১ জুয়াডা’র সাধারন সভা সভাপতি ফারুক আহাম্মেদ পাটওয়ারীর সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুল হালিম শাওন এর পরিচালনায় রদেভু রেস্টুরেন্ট, খিলগাঁও এ অনুষ্ঠিত হয় ।

অনুস্ঠানটি বাস্তবায়ন করার লক্ষে সভায় সর্বসম্মতিক্রমে আলী আশরাফ কে আহবায়ক মাহবুব আলম কে সদস্য সচিব এবং মোবারক হোসেন ও মুনসুরদ্দৌলা মিন্টু কে হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় । বর্তমান সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য উপ-কমিটির সদস্যদের সাথে নিয়ে নবগঠিত REUNION & FAMILY GET TOGETHER 2021 আহবায়ক কমিটি অনুস্ঠান বাস্তবায়ন করবে ।

সভায় নিম্নোক্ত চাঁদার পরিমানের সিদ্ধান্ত গৃহীত হয় –
চাঁদা (Member) : ১৫০০/-
চাঁদা (Spouse) : ১৫০০/-
চাঁদা (Child 5+) : ১০০০/-
চাঁদা (Driver) : 500/-
চাঁদা (Guest) : 1500/- (any age)

প্রিয় বন্ধুরা,

উপরোক্ত নির্ধারিত চাঁদা আগামী ২৮.০২.২০২১ তারিখের মধ্যে মোবারক হোসেন 0171110 4075 ও মুনসুরদ্দৌলা মিন্টু 0171856 5759 এর সাথে যোগাযোগ করে পরিশোধ করে তোমরা সকলেই পরিবারসহ অনুসঠানে যাওয়া নিশ্চিত কর । আমরা সবাই একসাথে ০৫ মার্চ ২০২১ সারাদিন নাচ,গান,সুইমিং, হৈহুল্লোর এবং অনেক আনন্দ করবো ইনশাল্লাহ ।

ধন্যবাদ
আব্দুল হালিম শাওন
সাধারন সম্পাদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ এসোসিয়েশন ৯৩/৯৪ ব্যাচ

©2024 JUADA 1993-94, Portal Maintained by i-Bangla Limited.

CONTACT US

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Sending

Log in with your credentials

Forgot your details?