প্রিয় জুয়াডা বন্ধুরা,
আলহামদুলিল্লাহ! আগামি ০৫ মার্চ ২০২১ শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্ট আমাদের জুয়াডা’র “REUNION & FAMILY GET TOGETHER 2021” উপলক্ষে গতকাল ১৫.০২.২০২১ জুয়াডা’র সাধারন সভা সভাপতি ফারুক আহাম্মেদ পাটওয়ারীর সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুল হালিম শাওন এর পরিচালনায় রদেভু রেস্টুরেন্ট, খিলগাঁও এ অনুষ্ঠিত হয় ।
অনুস্ঠানটি বাস্তবায়ন করার লক্ষে সভায় সর্বসম্মতিক্রমে আলী আশরাফ কে আহবায়ক মাহবুব আলম কে সদস্য সচিব এবং মোবারক হোসেন ও মুনসুরদ্দৌলা মিন্টু কে হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় । বর্তমান সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য উপ-কমিটির সদস্যদের সাথে নিয়ে নবগঠিত REUNION & FAMILY GET TOGETHER 2021 আহবায়ক কমিটি অনুস্ঠান বাস্তবায়ন করবে ।
সভায় নিম্নোক্ত চাঁদার পরিমানের সিদ্ধান্ত গৃহীত হয় –
চাঁদা (Member) : ১৫০০/-
চাঁদা (Spouse) : ১৫০০/-
চাঁদা (Child 5+) : ১০০০/-
চাঁদা (Driver) : 500/-
চাঁদা (Guest) : 1500/- (any age)
প্রিয় বন্ধুরা,
উপরোক্ত নির্ধারিত চাঁদা আগামী ২৮.০২.২০২১ তারিখের মধ্যে মোবারক হোসেন 0171110 4075 ও মুনসুরদ্দৌলা মিন্টু 0171856 5759 এর সাথে যোগাযোগ করে পরিশোধ করে তোমরা সকলেই পরিবারসহ অনুসঠানে যাওয়া নিশ্চিত কর । আমরা সবাই একসাথে ০৫ মার্চ ২০২১ সারাদিন নাচ,গান,সুইমিং, হৈহুল্লোর এবং অনেক আনন্দ করবো ইনশাল্লাহ ।
ধন্যবাদ
আব্দুল হালিম শাওন
সাধারন সম্পাদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ এসোসিয়েশন ৯৩/৯৪ ব্যাচ